শেষ হলো সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। আর তাই শনিবার (২৩ জুলাই) রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরতে পারবেন জেলেরা। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার।
নিষেধাজ্ঞা শেষে আজ রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরতে পারবেন জেলেরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম। সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ ধরা পড়বে।
তিনি আরও বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোন ট্রলার সাগরে যাত্রা শুরু করে নাই। আজ মধ্যরাতের পর সাগরে যাত্রা শুরু করবেন সমুদ্রগামী ট্রলার।
news24bd.tv তৌহিদ