গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৫, আহত ৩৫

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৫, আহত ৩৫

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৫, আহত ৩৫

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ , গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী বাসের ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৫।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার ও স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বলাকা এক্সপ্রেস রওনা হয়। পরে শ্রীপুরের মাইজপাড়া এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় বড়নল থেকে মাওনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি শ্রমিকবাহী বাসের সাথে ট্রেনের ধাক্কায় লাগে। এতে বাসে থাকা ৫ শ্রমিক নিহত এবং আহত হয় ৩৫ জন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

ঘটনার পরপরই গাজীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেলক্রসিংটি পরিদর্শন করে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা, আহতদের চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা করে দেয়া হবে বলেও জানায় জেলা প্রশাসক।

news24bd.tv/রিমু