কয়েকদিনের তীব্র তাপদাহের ফলে রাজধানীতে সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আজ রোববার সকালে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারাদেশে দিনের তামপাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় (তিনদিন) বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে পূর্বাভাসে বলা হয়।
news24bd.tv/রিমু