অবশেষে আপত্তির মুখে ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকার ছবি সরালো পাকিস্তান হাইকমিশন।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জানান, পাকিস্তান প্রত্যেক দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করে। তবে পাকিস্তানের পতাকার সাথে বাংলাদেশের পতাকা যোগ করে প্রকাশিত ছবিটি পছন্দ হয় নি। তাই ছবিটি নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে আপত্তি জানিয়েছে সরকার। তবে এতে পাকিস্তান হাইকমিশনের অসৎ উদ্দেশ্য ছিলো না বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢাকায় পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। এটি প্রকাশ করার পর থেকে নানা মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়।
news24bd.tv/রিমু