তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা ছাড়া কোন চায়ের দাওয়াতে কাজ হবে না বলে জানিয়েছেন বিএনপি। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করলেই কেবল আওয়ামী লীগের শীর্ষ নেতার সঙ্গে চা খেতে যাবেন তারা।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাট নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব।
অন্যদিকে, তেল গ্যাস পানি ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
এসময় নেতারা বলেন, বিদ্যুৎসহ নানা খাতে সঙ্কটের জন্য ক্ষমতাসীনরা দায়ী। তাদের হটানোই বিএনপির একমাত্র লক্ষ্য।
news24bd.tv/রিমু