'তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা ছাড়া চায়ের দাওয়াতে কাজ হবে না'

ফাইল ছবি

'তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা ছাড়া চায়ের দাওয়াতে কাজ হবে না'

তাসনুভা অন্তরা

তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা ছাড়া কোন চায়ের দাওয়াতে কাজ হবে না বলে জানিয়েছেন বিএনপি। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করলেই কেবল আওয়ামী লীগের শীর্ষ নেতার সঙ্গে চা খেতে যাবেন তারা।  

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাট নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব।

এতে বিএনপি মহাসচিব বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতার কোন আমন্ত্রণ গ্রহণ করবে না তারা।  

অন্যদিকে, তেল গ্যাস পানি ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

এসময় নেতারা বলেন, বিদ্যুৎসহ নানা খাতে সঙ্কটের জন্য ক্ষমতাসীনরা দায়ী। তাদের হটানোই বিএনপির একমাত্র লক্ষ্য।

 

news24bd.tv/রিমু