হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চলন্ত অবস্থায় মাঝপথে থেমে গেছে ট্রেন। আজ শনিবার (৩ মে) দুপুর দুইটার দিকে কুমিল্লা রেল স্টেশনের আউটারে ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী। এদিন বেলা ২টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখে। কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়লে বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশন আনা হয়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে গন্তব্য ময়মনসিংহ ছুটে যায়। আরও পড়ুন রাতভর মিটার-ট্রান্সফরমার চুরির পর ওদের দেখে ফেলে...
হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
অনলাইন ডেস্ক

বন্ধের দিনে ব্যাংকের ভেতর প্রবাসীর স্ত্রী, আটক ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বন্ধের দিনে ব্যাংকের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীসহ দায়িত্বরত আনসার সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মোমিনপুর বাজারে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি মোমিনপুর শাখা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আনসার সদস্যের নাম মো. হেলাল হোসেন (২৫)। তিনি ব্যাংকের ওই শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। স্থানীয়রা জানায়, শনিবার সকালে এক নারীকে ব্যাংকের ভেতর প্রবেশ দেখে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর মোমিনপুর বাজারের কয়েক ব্যবসায়ী আনসার সদস্যকে ডাকাডাকি করলে সে বাইরে এসে ব্যাংকের দরজায় বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ওই নারী দরজার কাছে এলে তাকেও বাইরে আনা হয়। পরে সদর থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান...
আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারে এলাকাবাসীর মিষ্টি বিতরণ
অনলাইন ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে মতি কাজী (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে মতি কাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এর আগে শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর এলাকাবাসী খুশিতে মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে। তিনি বোয়ালমারী সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য ও সোতাশি গ্রামের দাউদ কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরের ২৪ মার্চ ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য...
রাস্তার পাশে পড়া থাকা আসাদুলের পরিচয় মিলেছে, ভর্তি হাসপাতালে
মাদারীপুর প্রতিনিধি

রাস্তার পাশে ঘাসের মধ্যে পড়ে থাকা অজ্ঞাত তরুণকে উদ্ধার করে মাদারীপুর আড়াই শয্যা হাসপাতালে নিয়ে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে তার হাতের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করে পরিবারকে খবর দেয়া হয়। অবশেষে অজ্ঞাত তরুণের পরিবার হাসপাতালে এসে সন্তানকে ফিরে পেয়েছে। কিন্তু অভাবের সংসারে উন্নত চিকিৎসার দাবি এই পরিবারের। শুক্রবার তার পরিবার হাসপাতালে আসেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর-শরীয়তপুর সড়কের আড়িয়াল খাঁ ব্রিজের নিচে একটি ঘাস ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। ওই তরুণের নাম মো. আসাদুল জামান (১৮ বছর)। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও মোসা. রাশিদা বেগমের সন্তান। তারা রাজৈর উপজেলার শাফিয়া শরীফে গত ২৬ এপ্রিল ওরশ মাহফিলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর