গাজীপুরে ক্রিকেট খেলা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ক্রিকেট খেলা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

গাজীপুরে ক্রিকেট খেলা নিয়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, সিটি কলেজের শিক্ষার্থীরা ক্রিকেট খেলা নিয়ে ভাওয়াল কলেজ শিক্ষার্থীদের উপর হামলার চালানোর পরিকল্পনা করে। কিন্তু ভাওয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকায় বহিরাগতরা তাদের উদ্দেশ্য করে রাম দা হাতে নিয়ে ককটেল ও পাটকেল নিক্ষেপ করতে থাকে।

এক পর্যায় ভাওয়াল কলেজের শিক্ষার্থীরাও লাঠি শোঠা ও রাম দা নিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের উপর পাল্টা ধাওয়া চালায়। পাল্টা ধাওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে থাকা সকল ব্যবসায়ী ও চলাচলকারীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়।

পরে বাসন থানার ওসি ঘটনাস্থলে গিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু জানান, আজ দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা নিয়া কথা কাটাকাটি হয়।

বিকেলে লাঠিশোঠা নিয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ভাওয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের ভেতর ককটেল নিক্ষেপ করে। ক্ষুব্ধ হয়ে ভাওয়াল শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক