৬ হাজারের নিচে সূচকের বড় পতনে চলছে লেনদেন 

৬ হাজারের নিচে সূচকের বড় পতনে চলছে লেনদেন 

৬ হাজারের নিচে সূচকের বড় পতনে চলছে লেনদেন 

অনলাইন ডেস্ক

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ ডিএসইতে লেনদেন শুরু হয়।  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে আসে। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগে, সর্বশেষ ২০২১ সালে ২৭ জুন ডিএসইর সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়ায়। অর্থাৎ এক বছর এক মাসের মাথায় ডিএসইর প্রধান সূচক আবার ৬ হাজার পয়েন্টের নিচে নামল।  

তথ্য মতে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৯৮৪ পয়েন্টে। পরে ১১টা ২০ মিনিটের দিকে সূচক ৬৩ পয়েন্ট কমে অবস্থান নেয় ৫ হাজার ৯৮৮.৫৫ পয়েন্টে।

এর আগে ২০২১ সালের ২৭ জুন ডিএসইর সূচক ছিল ৫৯৯২.৭৩ পয়েন্টে। ফলে প্রায় এক বছর পর এই সূচক ৬ হাজারের নিচে নামলো।  

এ সময় লেনদেন হওয়া ৩৭৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩১২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টির। এ সময় টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৭ কোটি টাকা।

অপরদিকে, বেলো ১১টা ২০ মিনিটের দিকে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৭.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭৯.৮০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। এ সময়ে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ কোটি ৪১ লাখ টাকা।

news24bd.tv/রিমু