১০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন
১০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন

সংগৃহীত ছবি

১০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক

দক্ষিণ ভারতীয় সিনেমায় আল্লু অর্জুন এখন অপরিহার্য নাম। এ আইকন স্টার নিজের রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত। তার ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। এখন ভক্তরা এ সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায়।

সিনেমাটির দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্প : দ্য রুল’-এর প্রি-প্রডাকশনের কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন পরিচালক সুকুমার। জুলাই থেকে দ্বিতীয় কিস্তির শুট শুরু হয়েছে।

আর এ সিনেমা নিয়ে দর্শক, ওটিটি প্লাটফর্মগুলোর আগ্রহের শেষ নেই। আর সিনেমা মুক্তি দেয়ার আগে প্রযোজককে নাকি নতুন শর্ত দিয়েছেন নায়ক আল্লু অর্জুন।

আল্লু সিনেমার বিষয়ে পরিচালককে বলেছেন যে, সিনেমা মুক্তির আগে নির্মাতারা যেন কোনও চুক্তিতে আবদ্ধ না হন। শুধু তা-ই নয় নিজেও এক প্রস্তাব নাকি প্রত্যাখান করেছেন দক্ষিণী তারকা।

ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির জন্য ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লুকে। কিন্তু স্পষ্ট না বলে দিয়েছেন নায়ক। খবর আনন্দবাজার।

পুষ্পার অবিশ্বাস্য সাফল্যের পর এই সিনেমার সিক্যুয়েল নিয়েও চর্চা হচ্ছে বেশ। ওটিটি প্ল্যাটফর্ম গুলো স্বত্ত কেনার জন্য উঠে পড়ে লেগেছে। এসব প্ল্যাটফর্ম থেকেই আল্লুকে  ১০০ কোটিরও বেশি টাকা প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নায়ক জানিয়েছেন, এই সুযোগ ফিরিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি নির্মাতাদেরও এমন কোনও চুক্তি সাক্ষর করতে বারণ করেছেন। যাতে অন্য কোনও মাধ্যম নয়, বড় পর্দাতেই সিনেমাটি আগে মুক্তি পায়।

সুকুমার পরিচালিত ‘পুষ্প : দ্য রাইজ’ গত বছরের ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প; যেখানে দেখানো হয়েছে লাল চন্দন কাঠের চোরাকারবার। বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। দর্শক এখন অপেক্ষায় সিনেমাটির দ্বিতীয় পার্টের জন্য; যেখানে পুষ্পর সঙ্গে লড়াই জমবে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা মালয়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলের।

news24bd.tv/আলী