নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আবু বকর নামের নছিমন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন নছিমনের সহকারী মিলন। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কাভার্ড ভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা -হাটিকুমরুল হাইওয়ে ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যান এবং বনপাড়া থেকে সিরাজগঞ্জগামী নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। সেখানে চালক আবু বক্করের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি। চালক আবু বক্কর গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি এলাকার মৃত সায়েদ আলীর ছেলে।
news24bd.tv/কামরুল