রাজধানীতে লেকপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
 রাজধানীতে লেকপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 রাজধানীতে লেকপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

 রাজধানীর মিরপুর ডিওএসএইচ এর পূর্ব পাশের লেকপাড়ের ঝোপঝাড় থেকে অজ্ঞাত (৪৭) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জলিল সোমবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, বিকেলের দিকে মিরপুর ডিওএসএইচ এর পূর্ব পাশে লেকের ধারে ঝোপঝাড় থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।

পরে সংবাদে সিআইডি পুলিশ ঘটনাস্থলে আসে। মরদেহ এতটাই পচনশীল ছিল যে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহ শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের পরনে ছিল একটি ট্রাউজার ও সাদা রঙের শার্ট।

পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

news24bd.tv/কামরুল