গাম্বা ওসাকার বিপক্ষে ৬–২ গোলে জিতেছে পিএসজি। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে গোল পেয়েছেন। সব মিলিয়ে বড় জয়ে ম্যাচটা দারুণভাবে শেষ করায় তৃপ্তির ঢেঁকুর তোলার কথা ছিল পিএসজির। কিন্তু সেই ঢেঁকুর খানিকটা আটকে দিচ্ছে নেইমারের বিতর্কিত ডাইভ।
জাপানে প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার।
স্পটকিক থেকে নেইমারই দ্বিতীয় গোলটি এনে দেন পিএসজিকে। প্রাক–মৌসুমে এটি তার প্রথম গোল।
নেইমারকে করা জেনতার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হন নেইমার। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে অমন কায়দায় পেনাল্টি আদায়ের বিষয়টি ভালোভাবে নেননি নেট নাগরিকরা। অনেক ফুটবল সমর্থকরা নেইমরারকে ফুটবল ছেড়ে অভিনয় করার কথাও বলছেন। আবার ভিন্ন কথাও বলছেন অনেক নেটিজেনরা।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
news24bd.tv/আলী