আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার

রিমু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ২০২৪ সালের পর বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার এ কথা জানান রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান ইউরি বোরিসভ।

ইউরি বোরিসভ বলেন, ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া। সেই সময়ের মধ্যে রাশিয়া তার নিজস্ব স্পেস স্টেশন তৈরি শুরু করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাশিয়া ২০২৪ সালের পর পশ্চিমের সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) প্রকল্প থেকে প্রত্যাহার করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, মস্কো আইএসএস প্রকল্পের অংশ হিসাবে বিদেশী অংশীদারদের প্রতি তার সমস্ত বাধ্যবাধকতা পূরণ করতে চলেছে। তবে ২০২৪ সালের পরে এই স্টেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনকে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার মহাকাশ সংস্থা-রসকসমস প্রধান ইউরি বোরিসভ।

ইউরি বোরিসভ বলেন, 'আমি মনে করি, ততক্ষণে, আমরা একটি রাশিয়ান অরবিটাল স্টেশন একত্রিত করা শুরু করব'।

বরিসভের মতে, রাশিয়ার মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইটগুলি একটি ভারসাম্যপূর্ণ এবং পদ্ধতিগত বৈজ্ঞানিক কর্মসূচির সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত, যাতে প্রতিটি মিশন দেশটিকে মহাকাশের ক্ষেত্রে নতুন জ্ঞান সরবরাহ করতে পারে।

সূত্র: আরটি 

news24bd.tv/রিমু