সাতক্ষীরায় অভিযান চালিয়ে আহসান উল্লাহ নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ এর একটি দল। এ সময় তার নিকট থেকে একটি ওয়ান শুটারগান, একটি মোটরসাইকেল, নগদ ১৮৩০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার।
র্যাব জানায়, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদেশ্যে একটি গ্রুপ সেখানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে দেবহাটা থানার পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
news24bd.tv/রিমু