ইসি ডিগবাজি খাবে না, প্রতিশ্রুতি সিইসি’র
ইসি ডিগবাজি খাবে না, প্রতিশ্রুতি সিইসি’র

ইসি ডিগবাজি খাবে না, প্রতিশ্রুতি সিইসি’র

আরেফিন শাকিল

নির্বাচন কমিশন ডিগবাজি খাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচনকে বাঁচিয়ে না রাখলে রাজনীতি আর থাকবে না। আর সংলাপ গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখার সমালোচনা করেছেন বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী।

নির্বাচন কমিশনের ৮ম দিনের সংলাপে প্রথম দল হিসাবে অংশ নেয় জমিয়তে উলামায়ে ইসলাম।

কওমী মাদ্রাসা ভিত্তিক দলটির পক্ষ থেকে সংলাপে অংশ নেন ১০ জন, প্রস্তাব দেন ১১টি। সমালোচনা করেন ২০১৮ সালের নির্বাচনের।

জবাবে, সিইসি বলেন, ২০১৮র মতো নির্বাচন আর হবে না, কমিশন ভোটের প্রতিশ্রুতি রক্ষা করবে।

পরে মাহি বি চৌধুরীর নেতৃত্বে সংলাপে অংশ নেয় বিকল্পধারা বাংলাদেশ।

সংলাপ সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখায় ইসির সমালোচনা করেন তিনি। বিকল্পধারার পক্ষ থেকে ভোটে ইভিএম ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়।

সিইসি বলেন,  দেশে নির্বাচন না বাঁচলে রাজনীতি থাকবে না, গণতন্ত্র বিলীন হবে। এসময় ইসিকে সহযোগিতা করতে সব দলের প্রতি আবারও আহ্বান জানান তিনি।

বিকেলে, এনপিপির সাথে সংলাপে বসে ইসি। সংলাপে যোগ দেয়নি চরমোনাই পীরের ইসলামী আন্দোলন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক