অনলাইনে চালু হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বদলি 

ফাইল ছবি

অনলাইনে চালু হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বদলি 

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি আবারও চালু হচ্ছে। সহজ ও হয়রানিমুক্ত করতে এবার অনলাইনে হবে এই বদলি কার্যক্রম।

আগামীকাল বুধবার বেলা ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই বদলি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সহজ ও হয়রানিমুক্ত করতে অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই কার্যক্রমের বাস্তবায়ন বিলম্বিত হয়।

গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এই কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১৫ জুলাই পর্যন্ত যেসব শিক্ষক বদলির আবেদন করেছেন, তাঁদের বদলির আওতায় আনা হবে।

পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে।

news24bd.tv/রিমু