জিম্বাবুয়ে সফরের উদ্দেশে রাতে দেশ ছেড়েছে টি-২০ স্কোয়াডে থাকা বাংলাদেশ ক্রিকেটাররা। নতুন অধিনায়ক অধিনে ভালো কিছুর প্রত্যাশা পেসার তাসকিন আহমেদের।
নতুন দায়িত্ব, পুরনো অভিজ্ঞতা নিয়ে আরো একটি সফরে গেলেন সাহসী অধিনায়কের তকমা নুরুল হাসান সোহান। স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের প্রবেশ নিশ্চিত করেই সবার শেষে বিমানবন্দরে প্রবেশ করলেন সোহান।
পেসার তাসকিন আহমেদ অধিনায়ককে নির্ভার। ঘরোয়া আসরের ক্যাপ্টেনসির অভিজ্ঞতা জাতীয় দলেও কাজে লাগবে বিশ্বাস করেন স্পিড স্টার।
দেশের বাইরে সব সিরিজই চ্যালেঞ্জিং, তবে এবার নতুন ব্যান্ডের দল নিয়ে জিম্বাবুয়েতে ভালো কিছুর প্রত্যাশা তাসকিনের কণ্ঠে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে নিয়মিত সুযোগ পাননি তাসকিন। তবে এবার জিম্বাবুয়ে কন্ডিশনে ম্যাচ জয়ে অবদান রাখতে চান। সঙ্গে পেস ইউনিট নিয়ে সন্তুষ্ট ঢাকা এক্সপ্রেস।
সিরিজের প্রথম টি-২০ আগামী ৩০ জুলাই। ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব।
news24bd.tv তৌহিদ