আমেরিকার সঙ্গে ড্র করলো রিয়াল মাদ্রিদ

সংগৃহীত ছবি

আমেরিকার সঙ্গে ড্র করলো রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

মেক্সিকোর ক্লাব আমেরিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন করিম বেনজেমা ও ইডেন আজার। সকার চ্যাম্পিয়নস ট্যুরে রিয়ালের পরবর্তী ম্যাচ ৩১ জুলাই ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসের বিপক্ষে।

রিয়াল আজ মাঠে নেমেছিল মোটামুটি এক অভিজ্ঞ দল নিয়েই।

দলের নিয়মিত গোলরক্ষক এবং ডেভিড আলাবাকে বেঞ্চে বসিয়ে পুরো শক্তির দল নামায় কার্লো আনচেলত্তি। হয়তো মৌসুম শুরুর আগে সবাইকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। তবে যাই হোক, ম্যাচটা জিততে পারেনি গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলটি।  

ম্যাচের মাত্র পাঁচ মিনিটে ক্লাব আমেরিকাকে এগিয়ে দেন হেনরি মার্টিন।

তবে দলকে সমতায় ফেরাতে বেশি সময় নেননি ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচের ২২ মিনিটে গোল করেন এই ফরাসি তারকা। এই ১-১ গোলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।  

বিরতি থেকে ফিরে আট পরিবর্তন নিয়ে মাঠে নামে রিয়াল। সেখানে বদলি হিসেবে নামা ইডেন আজারের ৫৫ মিনিটের গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ম্যাচের ৮২তম মিনিটে আলভারো ফিদালগো গোল করে দলকে সমতায় ফেরায়। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।  

য়্যুভেন্তাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রিয়ালের প্রাক মৌসুম খেলা। এরপর ১১ আগস্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ১২ আগস্ট থেকে শুরু হবে লা লিগা ২০২২-২৩ মৌসুম।  

news24bd.tv/আলী