দেশে বিদ্যুৎ নিয়ে অপপ্রচার চলছে : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

দেশে বিদ্যুৎ নিয়ে অপপ্রচার চলছে : প্রধানমন্ত্রী

শাহ আলী জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদ্যুৎ নিয়ে অপপ্রচার চলছে। বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভবিষ্যতে যেন মহা সংকট তৈরি না হয় সেকথা মাথায় রেখেই আগে থেকে সতর্ক অবস্থানে সরকার। আজ বুধবার স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় যুক্ত হয়ে সরকার প্রধান আরও জানান, দেশে রিজার্ভের কোন ঘাটতি নেই।  

আওয়ামী লীগের সহযোগী সংগঠন সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিসহ যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান সংগঠনের নেতাকর্মীরা।

বক্তৃতায় উঠে আসে সমসাময়িক ঘটনা প্রবাহ। প্রধানমন্ত্রী জানান, জ্বালানী সংকট মোকাবেলায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেখ হাসিনা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটেও বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি ভালো আছে।

তারপরও খাদ্য উৎপাদন বাড়াতে  হবে।

অপপ্রচারে যেন দেশের জনগণ বিভ্রান্ত না হয় তা নিশ্চিত করতে সরকারের নেয়া নানামুখী উদ্যোগের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/রিমু