গাজীপুরের শ্রীপুরে এক ইউপি সদস্যের ছেলে সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে তিনলাখ টাকা মূল্যের ৩৩৪ বোতল ফেনসিডিল।
মামলায় অভিযুক্তরা হলো- উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য টেপিরবাড়ি গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে মো.রাসেল মিয়া (৩০), লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. সোহেল মিয়া(২৩) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. সেলিম হোসেন।
শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, র্যাব-১২ মঙ্গলবার রাতে ৩৩৪ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে থানায় সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানাযায়, র্যাব-১২’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার টেপিরবাড়ি গ্রামে মাদক বিক্রি হচ্ছে।
news24bd.tv তৌহিদ