৭ম বর্ষে পা রাখলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আধুনিক প্রযুক্তি নির্ভর টেলিভিশন চ্যানেল 'নিউজ টোয়েন্টিফোর'। দেশের অন্যতম প্রধান সংবাদধর্মী এই টিভি চ্যানেলটি আজ পৌঁছেছে এক অনন্য উচ্চতায়। এই পথ পরিক্রমায় যারা এই টেলিভিশনের সঙ্গে ছিলেন, যারা এখনো যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
২০১৬ সালের ২৮ জুলাই চ্যানেলটির যাত্রা শুরু হয়।
৭ম বর্ষে পদার্পন উপলক্ষে আজ দিনব্যাপি নেওয়া হয়েছে বিশেষ অনুষ্ঠান মালার। ঢাকা ছাড়াও দেশব্যাপি আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বর্ষপূর্তি উৎসবের। আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বর্ষপূর্তির মূল অনুষ্ঠান চলবে। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হবে। অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীরা আসবেন। আজ নিউজ টোয়েন্টিফোর টিভিতেও বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে।
news24bd.tv/desk