খাগড়াছড়িতে নিউজ টোয়েন্টিফোরের এর ৭ম র্বষ পর্দাপণ উপলক্ষে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন নিউজ টোয়েন্টিফোরের এর জেলা প্রতিনিধি মো. জহুরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি ও সাবেক অধক্ষ্য প্রফেসর বোধিসত্ত দেওয়ান।
এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, মারমা সাহিত্যের লেখক অংশু মারমা, সাংবাদিক নুরুল আজম, সাংবাদিক আবু দাউদ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান ,সন্ধানী লাইফ ইন্সুল্যান্সের ব্যবস্থাপক মো. ইলিয়াজ উজ্জামান, টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুর রহমান ও সনাক সদস্য শরথকান্তি চাকমা।
news24bd.tv/কামরুল