জনপ্রিয় টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর এর ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জাকজমকপূর্ণ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রেসক্লাবে সমবেত হতে থাকেন অতিথি বৃন্দরা।
পরে সাপ্তাহিক সোনামসজিদ সম্পাদক মো. জোনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা পরিষদের প্রশাসক মো. আশরাফুল হক, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান শিশির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোসিকুল আলম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রমাণিক প্রমুখ।
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. জোহরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মো. রফিকুল আলম প্রমুখ।
news24bd.tv/কামরুল