বর্নাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে পাবনায় নিউজ টোয়েন্টিফোরের ৭ম বর্ষে পর্দাপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১২ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানার সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলেচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ-পরিচালক মোখলেছুর রহমান,, সরকারী শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসার বাহেছ উদ্দিন, পাবনা ক্যাবল ভিশনের চেয়ারম্যান আজাদ চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ অন্যরা।
আলোচনা সভা শেষে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকদের অংশগ্রহণে বর্ষপূতির কেক কাটা ও মিষ্টিমুখ করানো হয়।
সভায় বক্তারা নিউজ টোয়েন্টিফোরের পথচলাকে স্বাগত জানিয়ে বলেন, আগামীতে দেশের সুস্থ্য সংস্কৃতি চর্চা ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে নিউজ টোয়েন্টিফোরের।
news24bd.tv/কামরুল