নরসিংদীতে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নরসিংদীতে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নরসিংদীতে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. হৃদয় খান, নরসিংদী:

জাকজমকপূর্ণভাবে কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদীতে পালিত হয়েছে দেশের অন্যতম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল "নিউজ টোয়েন্টিফোর" এর ৭ম বর্ষে পদার্পণ উৎসব।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের এর সভাপতিত্বে ও নিউজ টোয়েন্টিফোরের নরসিংদী জেলা প্রতিনিধি হৃদয় খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, ডিবিসির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রনব কুমার দেবনাথ, আরটিভির জেলা প্রতিনিধি লক্ষন বর্মন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠুন, এখন টিভির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, নিউজ বাংলার প্রতিনিধি খন্দকার শাহীন সহ জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা নিউজ টোয়েন্টিফোরের সংবাদ, টকশোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে আগামীতে আরও ভালো করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

news24bd.tv/কামরুল