খুলনাগামী তেলবাহী একটি ট্রেনের বগি যশোর রেল স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ট্রেন লইনচ্যুত হয়। জানা গেছে, পার্বতীপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন।
যশোর স্টেশনের কাছে আসার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।
news24bd.tv/ তৌহিদ