দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, নিউজ টোয়েন্টিফোর কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে মিডিয়া জগতে তাদের অবস্থান অনেক শক্ত। নিউজ টোয়েন্টিফোর টিভি দেশের পিছিয়ে পড়া মানুষের কথা বলে, নিউজ টোয়েন্টিফোর সকল সম্ভবনার কথা বলে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন তার কাজের মাধ্যমে সবার মাঝে জায়গা করে নিয়েছে। তাই শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সাক্ষী থাকলাম।
news24bd.tv/ তৌহিদ