বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় থাকছেন কারা?

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় থাকছেন কারা?

ক্রীড়া ডেস্ক

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার, ‘দ্য বেস্ট’-এর জন্য আজ ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে পুরস্কারটা এখন পর্যন্ত জিতেছেন শুধুমাত্র একজন- ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০১৬ সালে ফিফা ও ব্যালন ডি’অর আলাদা হওয়ার পর গেল দুই বছরেই ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। আগের দুই বছর সংক্ষিপ্ত তালিকাটা ছিল ২৩ জনের।

এবার সেটা নামিয়ে আনা হয়েছে ১০ জনে।

মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়দের নির্বাচন করেছেন প্রাক্তন তারকা ফুটবলাররা, যারা সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। এর মধ্যে আছেন কাকা, দিদিয়ের দ্রগবা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডসহ অারও অনেকে।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় ফিফা ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর থেকে ১০ আগস্ট পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক, কোচ, সমর্থক ও সাংবাদিকরা তাদের দৃষ্টিতে সেরাদের ভোট দিতে পারবেন।

এরপর ফিফা ৩ জনের তালিকা প্রকাশ করবে। আর ২৪ সেপ্টেম্বর লন্ডনে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এ বছরের সেরা ফুটবলারের নাম।

গেল এক দশকে ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন রোনালদো ও লিওনেল মেসি। তবে রাশিয়া বিশ্বকাপে আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, লুকা মডরিচ, এডেন হ্যাজার্ডরা যে পারফরমেন্স দেখিয়েছেন, তাতে এদের মধ্যে কেউ ফিফা বর্ষসেরা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।  

মডরিচ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ক্রোয়েশিয়াকে ফুটবল মহাযজ্ঞের ফাইনালে তুলেছিলেন। দুই মাস আগে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তার আগে গেল বছরের ডিসেম্বরে রিয়ালকে ক্লাব বিশ্বকাপ এনে দিয়েছেন। সেই আসরেও সেরা খেলোয়াড়ের মুকুট উঠেছে তার মাথায়।

২০১৭ সালের ৩ জুলাই থেকে এ বছরের বিশ্বকাপ ফাইনাল অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত সময়টা বেছে নেওয়া হয়েছে ছেলেদের ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ২৩ জনের একটা তালিকা তৈরি করেছে। যারা বিশ্বকাপের পাশাপাশি গেল এক বছরে ক্লাবের হয়েও সাফল্য পেয়েছেন।  

দেখে নেওয়া যাক কে কে আছেন সেই তালিকায়:

✯ লুকা মডরিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ)

✯ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ)

✯  লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)

✯  কিলিয়ান এমবাপে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই)

✯  আঁতোয়া গ্রিজম্যান (ফ্রান্স, অ্যাটলেটিকো মাদ্রিদ)

✯  এডেন হ্যাজার্ড (বেলজিয়াম, চেলসি)

✯  রাফায়েল ভারানে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)

✯  মোহামেদ সালাহ্ (মিশর, লিভারপুল)

✯  কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি)

✯  ইভান রাকিটিচ (ক্রোয়েশিয়া, বার্সেলোনা)

✯  এন’গোলো কান্তে (ফ্রান্স, চেলসি)

✯  টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ)

✯  হ্যারি কেন (ইংল্যান্ড, টটেনহাম হটস্পার)

✯  থিবো কোর্তোয়া (বেলজিয়াম, চেলসি)

✯  ইয়ান ওবলাক (স্লোভেনিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ)

✯  দিয়েগো গডিন (উরুগুয়ে, অ্যাটলেটিকো মাদ্রিদ)

✯  গ্যারেথ বেল (ওয়েলস, রিয়াল মাদ্রিদ)

✯  নেইমার জুনিয়র (ব্রাজিল, প্যারিস সেন্ট জার্মেই)

✯  পল পগবা (ফ্রান্স, ম্যানচেস্টার ইউনাইটেড)

✯  এডিনসন কাভানি (উরুগুয়ে, প্যারিস সেন্ট জার্মেই)

✯  লুইস সুয়ারেজ (উরুগুয়ে, বার্সেলোনা)

✯  সাদিও মানে (সেনেগাল, লিভারপুল)

✯  হুগো লরিস (ফ্রান্স, টটেনহাম হটস্পার)

⊗  আজ ছেলেদের পাশাপাশি মেয়েদের ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় ও কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে ফিফা।



সূত্র: ফিফা ডট কম, মার্কা, গোল ডট কম

অরিন/
নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর