৫ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর আত্মগোপন

সংগৃহীত ছবি

৫ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর আত্মগোপন

অনলাইন ডেস্ক

দিনাজপুরে চিরিরবন্দরে ২০ বছর আত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো না মোহাম্মদ নুরুন্নবী ওরফে লাল বাবরের (৬০)। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হলেন।

শুক্রবার( ২৯ জুলাই)  ভোর সাড়ে ৬টায় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের নেতৃত্বে এসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশে অভিযান চালিয়ে আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর হাটখোলাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।  মোহাম্মদ নুরুন্নবী ওরফে লালবাবু ওই এলাকার মৃত মমতাজউদ্দিনের ছেলে।

 জানা গেছে, মোহাম্মদ নুরুন্নবী ওরফে লালবাবুর বিরুদ্ধে ২০০২ সালে ১৫ আগস্ট  মারামারির ঘটনায় মামলা দায়ের হয়। সেই মামলায় আদালত তাকে ৫ বছরের সাজা দেন। ৫ বছরের সাজা থেকে বাঁচতে তিনি ২০ বছর আত্মগোপনে ছিলেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বলেন, মোহাম্মদ নুরুন্নবী ওরফে লালবাবু দীর্ঘ ২০ বছর আগে জামিন লাভ করেন।

এরপর তিনি মামলা আড়াল করার জন্য আত্মগোপন করেন। তাকে গ্রেফতার করতে থানার অফিসারদের ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। ফজর নামাজের পর আমি নিজেই ছদ্মবেশে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করি।

news24bd.tv/আলী