টি-টোয়েন্টি লিগ চলাকালীন স্টেডিয়ামে বোমা হামলা

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি লিগ চলাকালীন স্টেডিয়ামে বোমা হামলা

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলাকালীন বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার স্পাগিজা ক্রিকেট লিগের ২০২২ আসরের লিগ পর্বের ২২তম ম্যাচে এ হামলা হয়। পামির জালমি ও বান্দ-ই-আমির ড্রাগন্সের এই ম্যাচের প্রথম ইনিংসের বিরতির সময় বোমা হামলা হলে সমর্থকরা আতঙ্কিত হয়ে মাঠ ছাড়তে শুরু করেন।

এখন পর্যন্ত চার জন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

এই ম্যাচে পাকিস্তানের জাতীয় দলের ইফতেখার আহমেদ, কামরান গুলাম ও মির হামজা খেলেছিলেন। তারা সুরক্ষিত আছেন।  

আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নসিব খানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, 'ঘরোয়া একটি লিগের খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের গ্যালারিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

'

আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে অন্য দেশের ক্রিকেটাররাও খেলে থাকেন। এবারের আসরে পাকিস্তান, ওমানের কয়েক জন ক্রিকেটার খেলছেন। স্পাগিজা ক্রিকেট লিগে বোমা হামলার ঘটনা নতুন কিছু নয়। ২০১৯ সালেও এই টুর্নামেন্টে বোমা হামলা হয়েছিল।  
news24bd.tv/আলী