বিএনপি মানুষকে বিদ্যুৎ দেয়নি, হারিকেন দিয়েছে : তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

বিএনপি মানুষকে বিদ্যুৎ দেয়নি, হারিকেন দিয়েছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকার অনেক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। বিএনপি এই সরকারকে ধাক্কা মেরে ফেলে দিতে আসলে তারা নিজেরাই পড়ে যাবে, তাই বিএনপির এ ধরনের বক্তব্য হাস্যকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সারাবিশ্বেই বিদ্যুৎ এর খরচ কমানো হচ্ছে।  বাংলাদেশেও এটা করার চেষ্টা করছে।

কিন্তু বিএনপির মুখে বিদ্যুৎ এর সমস্যা নিয়ে কথা বলা মানায়না, কারন তারা মানুষকে বিদ্যুৎ দেয়নি, হারিকেন দিয়েছে।  বিদ্যুৎ নিয়ে কথা বলার মত নৈতিক অধিকার তাদের নাই।

রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি হারিকেন মার্কা নিয়ে মুসলিম লীগ হতে চায় কি না, দেখার বিষয়।

তাছাড়া হারিকেন দিয়ে তারা যেকোনো সময় পেট্রোলবোমা বানিয়ে ফেলতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্য কমছে, এই স্বীকৃতি ও প্রশংসাও বিশ্বব্যাপী। কাজেই বাংলাদেশকে দরিদ্র বলে কে কী প্রতিবেদন তৈরি করল, তাতে কিছু আসে যায় না।

news24bd.tv/আলী