‘ভোট কারচুপি ঠেকাতে সিস্টেম চায় জাতীয় পার্টি’

‘ভোট কারচুপি ঠেকাতে সিস্টেম চায় জাতীয় পার্টি’

অনলাইন ডেস্ক

সংবিধানের বিধিবিধান, আইন ও শপথ অনুযায়ী ইসি দ্বাদশ নির্বাচনের দায়িত্ব পালন করবে। সরকারকেও সংবিধান মেনে ইসিকে সহযোগিতা করতে হবে। এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ভোটের পদ্ধতি বদলে নয়, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশানার।

রোববার সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সংলাপে নির্বাচনি পদ্ধতি পরিবর্তন নিয়ে এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিজের এ মত তুলে ধরেন সিইসি।

তিনি বলেন, জাতীয় পার্টি ভোট কারচুপি যাতে না হয়, সে জন্য একটা সিস্টেম চাচ্ছে, যাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।  

এ বিষয়ে তিনি বলেন, দলগুলোর সঙ্গে নিজেরা আলোচনা করা উচিত। তাহলে সহমত সৃষ্টি হতে পারে।

এতে করে নির্বাচনি সিস্টেমটাও সহজ হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপের শেষ দিনে রোববার সকালে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের সদস্যরা।

news24bd.tv/তৌহিদ