মোসাদ্দেকের দুই ওভারে তিন উইকেট নেই জিম্বাবুয়ের
মোসাদ্দেকের দুই ওভারে তিন উইকেট নেই জিম্বাবুয়ের

মোসাদ্দেকের দুই ওভারে তিন উইকেট নেই জিম্বাবুয়ের

অনলাইন ডেস্ক

মোসাদ্দেক হোসেনের দুই ওভারে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে স্বাগতিক জিম্বাবুয়ে।  ইনিংসের প্রথম ওভারের প্রথম এবং শেষ বলে দুই উইকেট তুলে নেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারেও এক উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার।

ইনিংসের প্রথম বলেই স্বাগতিক ওপেনার রেজি চাকাভাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মোসাদ্দেক। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এর আগে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় টস হারলেন নুরুল হাসান সোহান। হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছ স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।

রোববার (৩১ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান।

অভিষেক ম্যাচের পর লম্বা বিরতি দিয়ে প্রায় ২৮ মাস পর আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন হাসান, সবশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে।
news24bd.tv/তৌহিদ