সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় আখিল চন্দ্র (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীর পা বিচ্ছিন্ন হয়েছে। রোববার দুপুরে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অখিল বগুড়ার শেরপুরের পৌর এলাকার অসীম চন্দ্রের ছেলে।

আহতরা হলো- তাড়াশ পৌরসভা এলাকার রেকাবের ছেলে আফাল উদ্দিন (৪০) ও তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ (৩০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহীদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মধ্যে অখিল চন্দ্র নিহত হন এবং দুজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক