সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় আখিল চন্দ্র (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীর পা বিচ্ছিন্ন হয়েছে। রোববার দুপুরে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অখিল বগুড়ার শেরপুরের পৌর এলাকার অসীম চন্দ্রের ছেলে।
আহতরা হলো- তাড়াশ পৌরসভা এলাকার রেকাবের ছেলে আফাল উদ্দিন (৪০) ও তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ (৩০)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহীদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মধ্যে অখিল চন্দ্র নিহত হন এবং দুজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
news24bd.tv/তৌহিদ