‘সুষ্ঠু নির্বাচন দিলে ১০টি আসনও পাবে না আওয়ামী লীগ’

‘সুষ্ঠু নির্বাচন দিলে ১০টি আসনও পাবে না আওয়ামী লীগ’

সৈয়দ নোমান, ময়মনসিংহ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সরকারের পতনই সব সমস্যার সমাধান। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলনের মাধ্যমেই বাধ্য করা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই নির্বাচন দিতে। সুষ্ঠু নির্বাচন দিলে সারা দেশে ১০টি আসনও পাবে না আওয়ামী লীগ।

সারাদেশে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গ্যাসের ম‚ল্য বৃদ্ধি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রোববার বিকেলে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, আখতারুল আলম ফারুক, ডা. মাহবুবুর রহমান রানা, অ্যাডভোকেট আল ফাত্তাহ, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, কৃষক দলের জেলা আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, ছাত্রদলের জেলা সভাপতি মাহবুবুর রহমান রানা, মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীনসহ প্রমুখ।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক