কুষ্টিয়ায় ‘হত্যার বদলে হত্যা’

কুষ্টিয়ায় ‘হত্যার বদলে হত্যা’

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার প্রধান আসামি সেলিম আলীকে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে বাদী পক্ষের লোকজন। আজ সকাল ৮টার দিকে কুমারখালীর সদকী চর পাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, নিহত সেলিম আলী চরপাড়া গ্রামের সেকেন আলীর ছেলে। ২০২০ সালের ৬ মে জমিজমা নিয়ে বিরোধে এই গ্রামে খুন হন হুমায়ুন মন্ডল।

সেলিম আলীসহ ৩৬ জনের নামে মামলা করেন তার ভাই সাইদুল ইসলাম।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আজ সকাল ৮টার দিকে ওই মামলার বাদীপক্ষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন আগের মামলার প্রধান আসামি সেলিম। এসময় বাদীপক্ষের লোকজন তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে যায়। সেখানে পিটিয়ে, কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত করে।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক