ওষুধেই সারবে স্তন ক্যান্সার : দাবি গবেষকদের 

সংগৃহীত ছবি

ওষুধেই সারবে স্তন ক্যান্সার : দাবি গবেষকদের 

অনলাইন ডেস্ক

স্তন ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার, যার রেডিওথেরাপি, সার্জারি, কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপির মতো বিভিন্ন পদ্ধতির সংমিশ্রনে চিকিৎসা করা হয়। তবে সময়মতো সনাক্ত হলে এই ধরনের ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য।

এবার লন্ডনের ন্যাশানাল হেলথ সার্ভিস (এনএইচএস) দাবী করেছে, ওষুধের মাধ্যমেই স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব। স্তন ক্যান্সারে আক্রান্ত ইংল্যান্ডের হাজার হাজার নারী এনএইচএস-এর একটি নতুন ওষুধ থেকে উপকৃত হবেন।

ওষুধটি এই রোগ ফিরে আসার ঝুঁকি অনেকটাই হ্রাস করবে বলে মনে করছেন তাঁরা। ওষুধটির নাম ‘অ্যাবেমাসিক্লিবক’।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস) অ্যাবেমাসিক্লিবক নামক এই ওষুধটিকে বাজারে আনার ছাড়পত্র দিয়েছে। এই ওষুধ টিউমার অপসারণের পরে স্তন ক্যান্সারের ফিরে আসার আশঙ্কা হ্রাস করবে।

পরিসংখ্যান বলছে, প্রতি ৮ জনের মধ্যে এক জন নারী স্তন ক্যান্সারের আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না পুরুষরাও। এশিয়া মহাদেশে এই পরিসংখ্যান আরও উদ্বেগজনক।  

news24bd.tv/desk

 

এই রকম আরও টপিক