শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়ি পল্লী মায়াঘাসিতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী ওরফে আহালু (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট ) দুপুরের কোন এক সময় বন্যহাতির আক্রমণের ওই ঘটনা ঘটে। নিহত ছমেদ আলী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি গ্রামের মৃত অসীম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বৃদ্ধ কৃষক আব্দুস সামাদ ওরফে আহালু মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত দশটার দিকে তার লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়।
ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতি তার উপর আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে হত্যা করে।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীনে অবস্থান করছিল।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
news24bd.tv/কামরুল