যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির পর্যালোচনামূলক সম্মেলন থেকে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যৌথ বিবৃতির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চফি এ মন্তব্য করেন।
তিনি মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞার অকার্যকারিতা আগেই প্রমাণিত হয়েছে কাজেই এসব অস্ত্র ব্যবহার করে আর কোনো লাভ হবে না।
যৌথ বিবৃতিতে পরমাণু অস্ত্রের অধিকারী ওই তিন দেশ বলেছে, ইরানকে কোনো অব্স্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।
news24bd.tv তৌহিদ