যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিমান ও নৌ মহড়া চলবে তিন দিন। খবর বিবিসি ও রয়টার্সের
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪৪ মিনিটে মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তাইপে পৌঁছান পেলোসি। এর ঠিক ১৬ মিনিট পর চীন সামরিক মহড়া শুরুর ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিমান ও নৌ মহড়া চলবে তিন দিন।
news24bd.tv তৌহিদ