জাতি এখন লাল বাতি দেখছে : রিজভী

সংগৃহীত ছবি

জাতি এখন লাল বাতি দেখছে : রিজভী

অনলাইন ডেস্ক

শুধু বিএনপি নয়, প্রধানমন্ত্রী গোটা জাতির হাতেই হারিকেন ধরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।  

রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতি এখন লাল বাতি দেখছে। দেশবাসী দেখেছে কুইক রেন্টালের টাকা, বেসিক ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা কার পকেটে গেছে।

এই টাকা তার (প্রধানমন্ত্রী) আশপাশের লোকজন এবং আত্মীয়-স্বজনের পকেটে গেছে।  

জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান রানা, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।  অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মাঝে বস্ত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

news24bd.tv/আলী