যশোরে ঘাস কাটার মেশিনে গবাদি পশুর জন্য ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে তৌহিদুর রহমান(৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন(৪০)।
মৃতের চাচাতো ভাই নাহিদুজ্জামান রায়হান জানান, বুধবার বিকেলে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিল।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার অনেক আগে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
news24bd.tv তৌহিদ