উল্টে যাওয়া নৌকা থেকে ১৬ ঘন্টা পর জীবিত উদ্ধার!

রয়টার্স

উল্টে যাওয়া নৌকা থেকে ১৬ ঘন্টা পর জীবিত উদ্ধার!

অনলাইন ডেস্ক

আটলান্টিক মহাসাগরে উল্টে যাওয়া নৌকা থেকে ১৬ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ৬২ বছর বয়সী ফরাসি এক নাগরিককে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে ছেড়ে আসা নৈাকাটি স্পেনের উত্তর-পশ্চিম অঞ্চলে সিসারগাস দ্বীপের কাছে উল্টে যায়। খবর বিবিসির।

স্থানীয় সময় রাত প্রায় সাড়ে আটটায় নৌকা থেকে বিপদসংকেত পাঠান ফরাসি ওই নাগরিক।

সংকেত পেয়ে উদ্ধার অভিযানে যায় কোস্টগার্ডের পাঁচজন ডুবুরিসহ তিনটি হেলিকপ্টার। তবে উত্তাল সমুদ্র আর আলোর স্বল্পতার কারনে রাতে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। পরদিন সকালে ডুবুরি নৌকার ভেতর থেকে বের করে আনেন। এর পর তাকে হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনাকে ‘প্রায় অসম্ভবের’ বলে আখ্যা দিয়েছেন কোস্টগার্ডের ডুবুরিরা। যদিও উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।  

news24bd.tv/আজিজ