ভোলায় দুই গ্রুপের সঙ্গে সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নিহতের ঘটনায় জেলায় চলমান হরতাল প্রত্যাহার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার পরপরই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
এর আগে একই দিন সকালে জেলার দোকানপাটগুলো বন্ধ করে হরতাল শুরু হয়। এ সময় জেলা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এর আগে বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিবাদ সভায় ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন গোলাম নবী আলমগীর।
স্থানীয় নেতারা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আসা কেন্দ্রীয় টিমের সদস্যরা।
উল্লেখ্য, ভোলায় গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে গত রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরের মহাজনপট্টিতে বিক্ষোভ করে। ওই কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। আহত হন অর্ধশতাধিক। তাদের মধ্যে গুলিবিদ্ধ নুরে আলম রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান।
news24bd.tv/কামরুল