টি-টোয়েন্টি অধিনায়ক : বিসিবির ভাবনায় ৪ ক্রিকেটার

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি অধিনায়ক : বিসিবির ভাবনায় ৪ ক্রিকেটার

অনলাইন ডেস্ক

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বধ যেন কাল হয়ে দাড়িয়েছিল বাংলাদেশের জন্য। সুপার টুয়েলভ থেকে শুরু দুঃসপ্নের। জিম্বাবুয়ে সফরের আগে শেষ ১২ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছিল টাইগাররা। সেখানেও হতাশ করে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।

সব মিলিয়ে দলের এমন পারফরম্যান্সে দিশেহারা বিসিবি।

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলকে উজ্জীবিত করতে অধিনায়কত্বে পরিবর্তন আনতে চায় ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে শুধুমাত্র জিম্বাবুয়ে সফরের জন্য নুরুল হাসান সোহানকে দেয়া হয়েছিল দায়িত্ব।

 

কেউ কেউ বলছিল এশিয়া কাপ থেকে আবারও ক্ষুদ্রতম ফরম্যাটের কাপ্তানের দায়িত্ব ফিরে পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু আজ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন এখনও অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা। সাকিব ও মাহমুদউল্লাহসহ তাদের ভাবনায় আছেন মোট ৪ জন।

পাপন বলছিলেন, ‘এখানে আরো নাম ছিল। আগে এসছিল লিটন দাস, এরপর অনেকেই সোহানের নাম বলছে যে সে ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সাথে তো কথা বলতে হবে। কিছু টার্মস এবং কন্ডিশন ঠিক করে নিতে হবে। এর সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। ’

তবে চারজনের তালিকা থেকে একজন অধিনায়কত্ব না করার ভাবনার কথা জানিয়েছেন বোর্ড। পাপনের জবাব, ‘যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে তো হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। ’

তবে নির্দিষ্ট করে কারও নাম বললেন না বিসিবি বস, ‘এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি, হচ্ছে না, এটা তো এখন আমি বলবো না। ’

news24bd.tv/আলী