জয় দিয়ে ওয়ানডে শুরু করতে চায় বাংলাদেশ

সংগৃহীত ছবি

জয় দিয়ে ওয়ানডে শুরু করতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টাইগারদের সামনে এবার ওয়ানডের চ্যালেঞ্জ। অধিনায়ক তামিমের মতে ঘরের মাঠে জিম্বাবুয়ে দল ভয়ংকর। তাই স্বাভাবিক ক্রিকেট খেলে করতে চান ইতিবাচক শুরু। দলে জায়গা পোক্ত করতে হলে আলাদা দায়িত্ব নিতে বললেন তরুণদের।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আজ দুপুর সোয়া ১টায়।

টি-টোয়েন্টিতে সিরিজ হারে টাইগার সামর্থ্য কাঁটা-কম্পাসের নিচে। তবে প্রিয় ফরম্যাট বলেই সে সমালোচনার রাশ টানতে চাইবে বাংলাদেশ। দায়িত্ব নিয়ে গত দেড় বছরে ওয়ানডে ফরম্যাটে, দলকে আমূল বদলে দিয়েছেন তামিম।

তার নেতৃত্বে শেষ ৭ সিরিজে হার মাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে। তবুও ঘরের মাঠে প্রতিপক্ষকে বলছেন ভয়ংকর। শঙ্কিত নন উইকেট নিয়েও।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, 'যেগুলোতে ভুল করছিলাম তা ঠিক করা, আর কঠিন সময়তেও যে আমরা জিততে পারি তাই আমাদের পরিকল্পনা। আমাদের সেরা খেলাটা খেলতে হবে, তাদের কন্ডিশনে তারা খুব বিপজ্জনক। সাধারণত হারারে মাঠটা খুব ভালো। তবে প্রথম এক-দেড় ঘণ্টা একটু সতর্কভাবে খেলতে হবে। আর এক সাইডের মাঠটা যেহেতু ছোট, ফলে সেখানে খেলার চেষ্টা থাকবে দুই দলেরই। '  

যেখানে সিনিয়রদের ফেরা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তামিমকে। দুই একটা স্লট বাদ দিলে ওয়ানডেতে বাংলাদেশ দল মোটামুটি তৈরি। এই সিরিজগুলোতে পূরণ করতে চান সেই অভাব।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের রোমাঞ্চকে সঙ্গী করে তেতে আছে স্বাগতিকরাও। তবে ইনজুরিতে নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনের পরিবর্তে দায়িত্ব পাওয়া রেগিস চাকাভার কণ্ঠে ইতিবাচক ক্রিকেটের সুর।

জিম্বাবুয়ে ওয়ানডে দলের অধিনায়ক রেগিস চাকাভা বলেন, 'এটা আমাদের জন্য বড় সিরিজ। কারণ এরপরই অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে ম্যাচ আছে আমাদের। আমরা বাংলাদেশের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। তাই ফলাফল নিয়ে ভাবছি না। '

জিম্বাবুয়ের বিপক্ষে এর আগের খেলা ৭৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫০ বার। ২০১৪ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে না হারা টাইগাররা হারারে স্পোর্টস ক্লাব মাঠে সবশেষ হেরেছিল ২০১১ সালে।

news24bd.tv/কামরুল