রাশিয়া সফরে এরদোয়ান

আলজাজিরা

রাশিয়া সফরে এরদোয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ শুক্রবার রাশিয়ার সোচিতে তাদের দেখা করার কথা রয়েছে।

এরদোয়ান এমন একটি সময় তুরস্ক সফর করছেন যখন প্রথমবারের মতো ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ ছেড়ে যাচ্ছে। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মাঝে চুক্তি করতে মধ্যস্ততা করেছে তুরস্ক।

 

ইউক্রেনীয় এবং রাশিয়ান কৃষি পণ্যের রপ্তানি পুনরায় চালু করার চুক্তি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার হুমকি মোকাবেলা সহজ করে দিয়েছে। এবং এর মাধ্যমে তুর্কি নেতার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বেড়েছে। এই সফর ২০১৯ এর শুরু থেকে রাশিয়ায় তার অষ্টম সফর।

তুরস্ক জানিয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হবে।

তবে বিশ্লেষকদের মতে, তুরস্কের প্রধান উদ্দেশ্য হবে উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের প্রতি রাশিয়ার সম্মতি বা অন্তত রাশিয়া যেন এ বিষয়ে বিরোধিতা না করে সেটা নিশ্চিত করা। উল্লেখ্য, রাশিয়া আসাদ সরকারের প্রধান সমর্থক, উত্তর সিরিয়ার বেশিরভাগ আকাশসীমা নিয়ন্ত্রণ করে।

তুর্কি রাজনৈতিক বিশ্লেষক কেরিম হাসের মতে, ‘এরদোগান সিরিয়ায় সামরিক অভিযানের জন্য পুতিনের সমর্থন চান। ’

news24bd.tv/আজিজ