‘শেখ কামাল থাকলে বঙ্গবন্ধুর মতোই ক্যারিশমাটিক হতেন’

‘শেখ কামাল থাকলে বঙ্গবন্ধুর মতোই ক্যারিশমাটিক হতেন’

নিজস্ব প্রতিবেদক

শেখ কামাল জীবিত থাকলে বঙ্গবন্ধুর মতোই একজন ক্যারিশমাটিক নেতা হতেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। শুক্রবার সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ‘শেখ কামাল বহুমাত্রিক অনন্য প্রতিভাবান সংগঠক’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, জীবনকালের খুব অল্প সময়ের মধ্যেই শেখ কামাল মুক্তিযুদ্ধে অংশ নেন। ক্রীড়াঙ্গন এমনকি সংস্কৃতিতেও শেখ কামালের অবদান চিরস্মরণীয়।

কিন্তু বঙ্গবন্ধু ও তার পরিবারকে ঘাতক জিয়ার মৃত্যুর পর তার পরিবারের সদস্য ও রাজনৈতিক দল বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আর অপপ্রচারে লিপ্ত রয়েছে।

বর্তমান তরুণ সমাজকে শেখ কামালের আদর্শ ধারণ করে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শেখ কামাল জীবিত থাকলে তার সৃষ্টিশীল ভাবনা আর সংস্কৃতিমনা মনোভাবে প্রভাবিত হয়ে আজ মাদক, মুঠোফোনের আসক্তি থেকে তরুণ সমাজকে মুক্ত রাখা যেত।

news24bd.tv/তৌহিদ