চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ে মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম আয়াত (১৭) নামের ওই কিশোর মারা যান।
দুপুরের দিকে আয়াতকে চিকিৎসকরা মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন কর্তব্যরত এক চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আয়াত হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার যুগীর হাটের আবদুস শুক্কুরের ছেলে। আয়াতের খালা নীলু আক্তার বলেন, তার এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত শুক্রবার দুর্ঘটনার পর থেকে সে আইসিইউতে ভর্তি ছিল।
গত ২৯ জুলাই দুপুরে খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ে উঠে পড়া আয়াতদের বহনকারী মাইক্রোবাসকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেন। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতেই ১১ জনের মৃত্যু হয়। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
news24bd.tv/আজিজ