এইডস আক্রান্ত ২ রোহিঙ্গা চমেকে ভর্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

এইডস আক্রান্ত ২ রোহিঙ্গা চমেকে ভর্তি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থী রোহিঙ্গাদের মধ্যে এইডস আক্রান্ত দুই নারীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  রবিবার রাতে কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে তাদের হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত দুইজন নারী ভর্তি হয়েছেন। তাদের একজনের  বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনা ঘটলে রোহিঙ্গাদের ওপর ঝাপিয়ে পড়ে মিয়ানমারের সেনাবাহিনী ও মগরা।  নির্বিচারে গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গাদের। তাদের বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম।

ধর্ষণ করা রোহিঙ্গা নারীদের। আর সহিংসতার মুখে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে বাংলাদেশে। এখন পর্যন্ত নতুন আসা এই শরণার্থীদের সংখ্যা চার লাখ পেরিয়ে গেছে। এছাড়া আগে থেকে আরও চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

সম্পর্কিত খবর